প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রবর্তক স্কুল এন্ড কলেজের ২০২৪ সালের এস.এস.সি. পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বীরেন্দ্র লাল চৌধুরী মিলনায়তনে অধ্যক্ষ মনোজ কুমার দেবের সভাপতিত্বে এবং অনন্যা চৌধুরী ও সীমা রানী দেবের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন বিদায় অনুষ্ঠানের আহবায়ক এবং সহকারী প্রধান শিক্ষক রুমা মজুমদার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন শিক্ষার্থী বিথী আক্তার, দিপা রানী দেবী, ভেরোনিকা ত্রিপুরা ও উয়ইসিং মারমা।
স্কুলের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বিদায়ী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন দশম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া সিদ্দিকা ইসপা এবং বক্তব্য উপস্থাপন করেন সুমাইয়া আক্তার তিশা।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন মোছাম্মৎ রায়হানা আক্তার। শিক্ষকদের পক্ষ থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন প্রভাষক সোমা দাশ, সিনিয়র শিক্ষক যথাক্রমে এ.বি.এম. আব্দুল কাদের, বিষ্ণুপদ পাল, কাঞ্চন কুমার দাশ, সুমন কুমার সেন।
এসময় মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।













