২৩ অক্টোবর ২০২৫

শহীদ বেদিতে পিসিআইইউ ভলান্টিয়ার্স ফোরামের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে পিসিআইইউ ভলান্টিয়ার্স ফোরাম। বুধবার (২১ ফেব্রুয়ারি) নগরীর চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন শহীদ মিনারে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এবিষয়ে পিসিআইইউ ভলান্টিয়ার্স এর লিডার মোহাম্মদ আবদুল আহাদ বলেন বাঙালি ছাড়া পৃথিবীর ইতিহাসে আর কোনো জাতিকে ভাষার মর্যাদা রক্ষায় এভাবে প্রাণ দিতে হয়নি। প্রাণ এবং রক্তের বিনিময়ে অর্জিত হয় মায়ের ভাষা বাংলা। তাই তো দিনটি যেমন গৌরবের, অহংকারের, তেমনই শোকেরও।

কো-লিডার মোহাম্মদ তাফসীরুল সামি বলেন, দিনটি বাঙালি জাতির জন্য শোক ও বেদনার। অনদিকে মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত।

এসময় আরো উপস্থিত ছিলেন, পিসিআইইউ ভলান্টিয়ার্স এর লিডার ফাহমিদা কাদের নওরিন, ওমেন রিপ্রেজেন্টেটিভ শ্যামলী আক্তার সোনালী সহ বিভিন্ন ডিপার্টমেন্ট এর ডিপার্টমেন্ট রিপ্রেজেন্টেটিভগণ। এদের মধ্যে ছিলেন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট এর ডিপার্টমেন্ট রিপ্রেজেন্টেটিভ মোঃ জুনায়েদ হোসাইন, ল ডিপার্টমেন্ট এর ডিপার্টমেন্ট রিপ্রেজেন্টেটিভ জাহেদুল ইসলাম শাওন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট এর ডিপার্টমেন্ট রিপ্রেজেন্টেটিভ কাজী মোঃ আমিন, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর ডিপার্টমেন্ট রিপ্রেজেন্টেটিভ মোঃ ইসতিয়াক ইবনে আজগর, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্ট এর ডিপার্টমেন্ট রিপ্রেজেন্টেটিভ মুজতাহিদ হাসান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর ডিপার্টমেন্ট রিপ্রেজেন্টেটিভ শ্রীশান্ত মহাজন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর ডিপার্টমেন্ট রিপ্রেজেন্টেটিভ ঋদিকা দাশ তন্বী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর ডিপার্টমেন্ট রিপ্রেজেন্টেটিভ শারমিন আক্তার।

আরও পড়ুন