আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসের সরকারি ছুটিতে নগরীর অধিকাংশ বিনোদন কেন্দ্রে দেখা গেছে উপচে পড়া ভিড় । দুপুর থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত, চট্টগ্রাম চিড়িয়াখানা, আগ্রাবাদ কর্ণফুলী শিশু পার্ক, প্রজাপতি পার্ক, অভয়মিত্র ঘাট, বহদ্দারহাট স্বাধীনতা কমপ্লেক্স, মিরসরাইয়ের মহামায়া লেক, আনোয়ারায় পারকি সমুদ্র সৈকতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা।
বুধবার বিকেল থেকে বিনোদন কেন্দ্রগুলোতে বেড়েছে নারী ও শিশুসহ নানা বয়সী মানুষ। চট্টগ্রাম চিড়িয়াখানায় খাঁচা বন্দি বাঘ, সিংহ, হরিণ, জেব্রাসহ নানা প্রজাতির পশুপাখি দেখে মুগ্ধ হয়েছে শিশুসহ দর্শনার্থীরা। প্রিয়জনদের সঙ্গে তুলেছেন ছবিও। অপরদিকে লক্ষণীয় দর্শনার্থীর উপস্থিতি ছিলো পতেঙ্গা সমুদ্র সৈকতে।
পতেঙ্গায় ঘুরতে আসা রুবিনা খাতুন নামের এক নারী পর্যটক বলেন, সব-সময় একটু ঘুরাঘুরি করতে মন চায়, তবে আমরা চাকুরীজিবী হওয়ায় তেমন সময় পাইনা। আজকে সরকারি ছুটি তাই অফিস নেই। বাচ্চার স্কুলও বন্ধ তাই পরিবার নিয়ে একটু বেড়াতে বের হলাম।
মো: সাজ্জাদ নামের এক ভ্রাম্যমাণ কাকড়া-পেয়াজু বিক্রেতা জানান, গতকাল বিকেলে মানুষজনও কম ছিলো। বেচাবিক্রিও খারাপ ছিলো। সবসময় তো আমাদের বেচা-কেনা ভালো হয় না। এরকম ছুটির দিনে একটু ভিড় হলে, আমাদের বেচা-বিক্রি ভালো হয়।
চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে নিয়োজিত টুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাফিল মজুমদার বাংলাধারাকে বলেন, পতেঙ্গা সমুদ্র সৈকত শহরের অন্যতম একটি পর্যটন স্পট। তাই ছুটির দিনে এখানে একটু বেশিই লোক সমাগম হয়। তবে এবার শহরের বিভিন্ন স্থানে বইমেলা ও বাণিজ্যমেলা থাকায় পর্যটকের চাপ তুলনামূলক কম।
তিনি আরও বলেন, তবে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষনিক নজরে রেখেছে চট্টগ্রাম মেট্রেপলিটন পুলিশ আর সেই সাথে সমুদ্র সৈকত এলাকার সব পর্যটকদের সব ধরনের নিরপত্তায় আমাদের টুরিস্ট পুলিশ সদস্যরা সব সময়ই সচেষ্ট।