চট্টগ্রামের মিরসরাই থেকে চুরি হওয়া চয়েস পরিবহনের একটি বাস ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় চুরির সাথে জড়িত থাকায় বাসচালকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন।
গ্রেফতারকৃতরা হলো—বাসের চালক চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার ইসলামাবাদ গ্রামের আবদুর রহমানে ছেলে মো: ইব্রাহিম (২৫), ঢাকার যাত্রাবাড়ী থানার মাতুয়াইল শরিফাপাড়ার ইসলামের বাড়ির ভাড়াটিয়া আবদুল মোতালেবের ছেলে মোহাম্মদ শাহিন (৩৯) ও বরিশাল জেলার উজিরপুর থানার বাবরথানা এলাকার মৃত ফারুকের ছেলে মো: নাছির উদ্দিন (৩৫)।
জোরারগঞ্জ থানা সূত্রে জানা গেছে, চলতি মাসের ২০ ফেব্রুয়ারি রাতে বারইয়ারহাট-চট্টগ্রাম সড়কে চলাচলকারী চয়েস পরিবহনের একটি বাস বারইয়ারহাট পৌর এলাকা থেকে চুরি করে নিয়ে যায় চোরের দল। চুরির ঘটনায় বাসমালিক আইনুল কবির জোরারগঞ্জ থানায় চারজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের সূত্র ধরে শুক্রবার রাতে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে বাসটি উদ্ধার করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন জানান, বাসচালক ইব্রাহিম একটি নকল স্ট্যাম্প তৈরি করে ঢাকায় বিক্রি করে দেয়। পরে বাসমালিকের দেয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে থানার একটি টিম বাসটি যাত্রাবাড়ী এলাকায় মো: নাছির ও মো: শাহীনের কাছ থেকে উদ্ধার করে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
 
				












