কখনো বাসা বদলাতে গিয়ে, কখনো রাস্তায় অসতর্কভাবে চলাফেরার সময় নিজের শখের মোবাইল হারিয়ে যায় অনেকেই। কিন্তু সেই শখের মোবাইল হারিয়েও পুলিশের উপর আস্থা রেখে অসংখ্য মানুষ ফিরে পেয়েছেন তার হারিয়ে যাওয়া যাওয়া ফোন। এবারও হয়নি তার ব্যতিক্রম। হারিয়ে যাওয়া ৩১টি মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল হালিশহর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৯ ফ্রেব্রুয়ারী) দুপুর ২টার দিকে নগরের হালিশহর থানায় মোবাইল মালিকদের হাতে এই মোবাইলগুলো ফিরিয়ে দেয় পুলিশ।
হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে নাছিমা আক্তার বলেন, মোবাইল হারিয়ে যাওয়ার পর হালিশহর থানায় জিডি করি নম্ভেম্বর মাসে। কিন্তু আমাকে অবাক করে দিয়ে গত পরশু হালিশহর থানা থেকে ফোন করে জানানো হয় আমার মোবাইল পাওয়া গেছে। আজ মোবাইল হাতে পেয়ে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস আরো বেড়ে গেল।
যোগাযোগ করা হলে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায়সার হামিদ বলেন, হারিয়ে যাওয়া কিংবা চুরি হয়ে যাওয়া মোবাইল খুজে বের করা সহজ কাজ নয়। এরপরও নানা তথ্য প্রযুক্তিগত সহায়তায় ৩১টি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, এর আগে ও বেশ কিছু হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মূল মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে।













