২৭ অক্টোবর ২০২৫

জমি নিয়ে বিরোধ, শুরু হচ্ছে না কর্ণফুলী লুকআউটের নির্মাণকাজ

চট্টগ্রাম নগরীর কর্ণফুলী নদী ফিরিঙ্গিবাজার এলাকায় প্রায় ১২.৪৫ একর সরকারি খাস জমিতে ‘কর্ণফুলী লুকআউট’ করার উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে তার কোন চিহ্ন নেই সেখানে। গত বছরের ১২ জুলাই চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী ও জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান পার্ক ও খেলার মাঠ নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেও জমি নিয়ে বিরোধ থাকায় এখনো শুরু হয়নি পার্কটির নির্মাণকাজ।

শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ করে দিতে খেলার মাঠ ও উন্মুক্ত গ্রীণ জোন পার্ক নির্মাণ প্রকল্প হাতে নিতেই দেখা দেয় জমি নিয়ে বিরোধ। কর্ণফুলী নদীর পাশ ঘেঁষে বিআইডব্লিউ ঘাট থেকে সদরঘাট পর্যন্ত খেলার মাঠ নির্মাণের জায়গাটি জেলা প্রশাসক জায়গাটি তাদের বলে দাবি করলেও চট্টগ্রাম আদালত বলছে জায়গাটি তাদের। জায়গাটিও রয়েছে বেদখল। নদীর তীরে রয়েছে অবৈধ স্থাপনা, চলছে সিন্ডিকেট ব্যবসা।

জানা গেছে, পাড়ে দাঁড়িয়ে নদীর সৌন্দর্য উপভোগের উদ্যোগটি যৌথভাবে গ্রহণ করেছিলো চট্টগ্রাম সিটি করপোরেশন ও জেলা প্রশাসন। ৫ কোটি টাকা নির্মাণ ব্যয় ধরা এ পার্কটির নাম দেওয়া হয়েছিলো ‘কর্ণফুলী লুকআউট’। যেখানে থাকবে ফেরিস হুইল (বিশালাকার নাগরদোলা, থাকবে কিডস্ জোন থেকে শুরু করে বিনোদনের নানা উপকরণ। পার্কের পাশাপাশি থাকবে খেলার মাঠও। এ ছাড়া চিত্তবিনোদনের জন্য টেনিস, বাস্কেটবল, ভলিবল কোর্ট, ক্লাব হাউস তৈরি করা হবে। থাকবে- মুক্তমঞ্চ, বোট মিউজিয়াম, কিডস্ জুন, ফুট কোর্ট, পার্কিং, পিকনিক স্পট ও ওয়াকওয়ে।

এবিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, এই প্রকল্পের কাজ এখনো এগোয়নি। জায়গা নিয়ে একটু বিরোধ আছে। জায়গাটি নিয়ে জেলা প্রশাসক ও কোর্টের সঙ্গে দন্ধ চলছে। জেলাপ্রশাসক বলছে জেলা প্রশাসকের জায়গা কোর্ট বলছে কোর্টের জায়গা৷ আমরা চাই সিটি কর্পোরেশনের মাধ্যমেই কাজটি হোক। আমাদের ডিজাইন করা রয়েছে। অনুমোদন পেলেই প্রকল্পের কাজ করা যাবে।

চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, আরএস জরিপ থেকে শুরু করে হাল বিএস জরিপে কর্ণফুলী নদী তীরবর্তী খাসজমিতে অবৈধ দখল প্রতিরোধে নদী তীরবর্তী উন্মুক্ত জমিতে পার্ক ও খেলার মাঠ গড়ে তোলা হবে। উন্মুক্ত গ্রিন জোন ও পার্ক নগরবাসীর চিত্তবিনোদনের জন্য একটা বিশেষ আকর্ষণ হবে। তবে এটা এখনো সম্পূর্ণ হয়নি। আমরা তো জানিয়ে দিয়েছি সিটি কর্পোরেশনকে। এটা নিয়ে ওরা পরিকল্পনা করতেছে। আশা করছি খুব দ্রুত কাজ সম্পূর্ণ হবে।

আরও পড়ুন