৫ নভেম্বর ২০২৫

চক্রের প্রধানসহ র‌্যাবের অভিযানে আটক ৬

তারা অর্থ হাতান র‍্যাব-ডিসি-এসপি-জেল সুপার পরিচয়ে

সময়ে র‍্যাবের অধিনায়ক, সময়ে ডিসি, আবার এসপি এবং জেল সুপারসহ বি‌ভিন্ন পেশার কর্মকর্তা হিসেবে ভুয়া পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা তোরাব উদ্দিন ওরফে রেজাউল করিমসহ ৬ জন‌কে গ্রেফতার ক‌রে‌ছে র‌্যাব। এসময় চক্রের মূলহোতা তোরাব উদ্দিন ওরফে রেজাউল করিম ও চক্রের পাঁচ সহযোগীর কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা, ৫টি ম্যাজিক ডলার, একটি মাইক্রো গাড়ী , ৮টি এন্ড্রয়েড মোবাইল ও দুটি বাটন ফোন, ১৪টি সীম কার্ড জব্দ করা হয় ।

মঙ্গলবার (৫ মার্চ) দিনগত রা‌তে কক্সবাজারের চকরিয়ার ফাঁ‌সিয়াখালী থেকে র‍্যাব-১৫’র সদ‌স‌্যরা তা‌দের গ্রেফতার ক‌রেছে। মঙ্গলবার (৬ মার্চ) দুপ‌ুরে র‍্যাব-১৫ কার্যাল‌য়ে আয়ো‌জিত সংবাদ স‌ম্মেল‌নে এসব তথ‌্য জানিয়েছেন র‌্যা‌বের অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার আনোয়ার হো‌সেন।

অ‌ভিযা‌নে গ্রেফতার অ‌ভিযুক্ত বা‌কিরা হ‌লেন, কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশিখালীর মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে বর্তমানে চকরিয়ার ফাঁসিয়াখালীর হাসেরদিঘী ঘোনারপাড়ার বাসিন্দা তোরাব আলী শিকদার ওরফে রেজাউল করিম (৪০), চকরিয়ার খুটাখালীর উত্তর মেধাকচ্ছপিয়ার আবদু সাত্তারের ছেলে বাদশা (৩০), ফাসিয়াখালীর হাসেরদিঘীর জয়নাল আবেদীনের ছেলে তারেকুর রহমান (২০), একই এলাকার আবুল কাশেমের ছেলে মো. জোবায়ের (২৩), মাহমুদ উল্লাহর ছেলে এমদাদ উল্ল্যাহ মারুফ (২০) ও ইউনূস কবিরের মেয়ে মিশকাত জান্নাত জুলি (১৮)।

র‌্যাবের এ কর্মকর্তা জা‌নান, গত ২ থে‌কে ৩ মাস ধ‌রে অ‌ভিযুক্ত প্রতারক তোরাব ও তার দ‌লের সদস‌্যদের অনুসরন ক‌রে আস‌ছিল র‌্যাব। এই দ‌লে ২০ জ‌নের মত সদস‌্য র‌য়ে‌ছে। তারা কারাগার, আদালত ও থানায় ছ‌ড়ি‌য়ে ছি‌টি‌য়ে থা‌কত। যা‌দের আত্মীয় স্বজনরা জে‌লে আছে, তা‌দের নম্বর নি‌য়ে জেল থে‌কে ছা‌ড়ি‌য়ে দেয়ার কথা ব‌লে ৫০ হাজার টাকা থে‌কে ১০ লাখ টাকা পর্যন্ত দা‌বি ক‌রত এ প্রতারক চক্র।

র‌্যাব আরো জা‌নি‌য়ে‌ছে, অ‌ভিযুক্ত প্রতারক তোরাব আলী কুতুব‌দিয়া উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান প‌দে নির্বাচন করারও প‌রিকল্পনা ক‌রে‌ছিল। এজন‌্য ১৫ থে‌কে ২০‌টি বি‌ভিন্ন অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হ‌য়ে‌ছে। এসব অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হতে কো‌টি টাকার মত অনুদানও দি‌য়ে‌ছে। এসব ঘটনা থে‌কে র‌্যাব ধারনা কর‌ছে, গত ক‌য়েক বছ‌রে প্রতারনার মাধ‌্যমে সাধারন মানু‌ষের কাছ থেকে বিপুল প‌রিমান অর্থ হাতিয়ে নিয়েছে তার চ‌ক্রের সদস‌্যরা।

অ‌বিবাহিত প‌রিচয় দি‌য়ে প্রতারনার মাধ‌্যমে এ পর্যন্ত প্রতারক তোরাব ১১‌টি বি‌য়ে ক‌রার কথাও র‌্যা‌বের কা‌ছে স্বীকার ক‌রে‌ছে উল্লেখ করে, তিনি আরো জানান- এসব নারীদের কাছ থে‌কে প্রতারন‌ার মাধ‌্যমে হাতিয়ে নেওয়া অর্থ ও প্রতারনার কা‌জে ব‌্যবহৃত ১০‌টি মোবাইলও উদ্ধার করে‌ছে র‌্যাব।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে চকরিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ