পবিত্র মাহে রমজান উপলক্ষে ১০ হাজার পরিবারকে ইফতার ও সেহরি সামগ্রী দিলেন ২৫নং রামপুর ওয়ার্ড কাউন্সিলর ও চসিক প্যানেল মেয়র-১ আবদুস সবুর লিটন। শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।
গত শুক্রবার বিকেলে রামপুর ওয়ার্ডে আয়োজিত এসব ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আব্দুস সবুর লিটন।
প্রতি বছরের মতো এবারও রামপুর ওয়ার্ডসহ চট্টগ্রাম-১০ আসনের বিভিন্ন ওয়ার্ডে ১০ হাজার পরিবারের মাঝে বিতরণ করা হচ্ছে এসব খাদ্যসামগ্রী।
প্যানেল মেয়র আবদুস সবুর লিটন বলেন, ‘প্রতি বছরের ন্যায় এবারও মাহে রমজান উপলক্ষে দশ হাজার মানুষকে ইফতার ও সেহেরি সমাগ্রী দেয়া হচ্ছে। যে যেই দল করেন না কেন আজকে আওয়ামী সরকার ক্ষমতায় থাকায় প্রধানমন্ত্রীর নির্দেশে সামর্থ অনুযায়ী আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি এসব সামগ্রী। জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া ও দীর্ঘায়ু কামনা করছি। চট্টলবীর এ বি এম মহিউদ্দীন চৌধুরীকে আল্লাহ বেহেস্ত নসিব করুক এবং তাঁর সুযোগ্য সন্তান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল’র জন্য দোয়া করি।’
লিটন বলেন, ‘চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরী ছিলেন হতদরিদ্র মানুষের বন্ধু। তিনি সবসময় গরিব, অসহায় মানুষের পাশে দাঁড়াতেন, তাদের সুখ দুঃখের খবর নিতেন। রমজানে হাজার হাজার মানুষকে সাথে নিয়ে ইফতার করতেন। মহিউদ্দিন চৌধুরীর সেই দায়িত্ব এখন যথাযথভাবে পালন করে যাচ্ছেন তারই সুযোগ্য পুত্র শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। রমজানে তিনি প্রতিটি পাড়া মহল্লার হতদরিদ্র মানুষের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী পৌঁছে দিচ্ছেন। এসব সামগ্রী সাধারণ মানুষের মুখে হাসি ফোটাচ্ছে।’
সকল পরিস্থিতিতে দুস্থ ও অসহায়দের পাশে থাকা প্রয়াত নেতা চট্টলবীর এবিএম মহিউদ্দীন চৌধুরীর শিক্ষা এবং এ ধারা বাস্তবায়নে মহিবুল হাসান চৌধুরী নওফেল অনুপ্রেরণা উল্লেখ করে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে চসিক প্যানেল মেয়র ও রামপুরা ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সবুর লিটন এই ধারা অব্যহত রাখার কথা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ইলিয়াছ, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।