২৪ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে ২৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মিরসরাইয়ে ২৪ কেজি গাঁজাসহ শংকর শীল (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গ্রেফতার শংকর শীল মাগুরা জেলার শালিখা থানার নরেন্দ্র নাথ শীলের ছেলে।

মঙ্গলবার (১২ মার্চ) রাত দেড়টায় বারইয়ারহাট পৌরসভাস্থ রেললাইনের পূর্বে রামগড়-ঢাকাগামী সড়কের তাজমহল হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে বিশেষ অভিযান তাকে গ্রেফতার করা হয়।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুন বলেন, গ্রেফতার শংকর শীল খাগড়াছড়ি পার্বত্য জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে গাঁজা ক্রয় করে বেশি মূল্যে বিক্রয় করার উদ্দেশ্যে ঢাকা শহরে নিয়ে যাচ্ছিল। জব্দৃকত ২৪ কেজি গাঁজার মূল্য প্রায় তিন লাখ ষাট হাজার টাকা। গ্রেফতার আসামি অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)এর টেবিল ১৯(গ) ধারার অপরাধ করায় জোরারগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করে আসামিকে গ্রেফতারপূর্বক বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন