২৪ অক্টোবর ২০২৫

হাজারী গলিতে ৯ লাখ টাকার নষ্ট ইনসুলিন ও ভ্যাক্সিন জব্দ, জরিমানা

চট্টগ্রামের ওষুধের পাইকারী বাজার হাজারী গলিতে নষ্ট ইনসুলিন ও টিটেনাস ভ্যাক্সিন রাখার অভিযোগে তিনটি ওষুধের দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ৯ লাখ টাকার ওষুধ জব্দ করা হয়।

শনিবার (১৬ মার্চ) চট্টগ্রাম নগরীর হাজারী গলিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। অভিযানে সহযোগিতা করেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী কমিশনার সুলতানুল আরেফীন এবং কোতোয়ালি থানার উপ পরিদর্শক মো. মেহেদী হাছান।

জানা যায়, দীর্ঘদিন ধরে সঠিক তাপমাত্রায় ইনসুলিন সংরক্ষণ না করে নষ্ট ইনসুলিন বাজারজাত করার অভিযোগ পাচ্ছিল জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন অধিদপ্তর। এই প্রেক্ষিতে শনিবার (১৬ মার্চ) হাজারী গলিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯ লাখ টাকা নষ্ট ইনসুলিন ও ৩টি প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ না করায় তিন দোকান থেকে প্রায় ৯ লাখ টাকার ইনসুলিন জব্দ করার পাশাপাশি ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল নির্দিষ্ট কয়েকটি ফার্মেসির ইনসুলিন কাজ করে না। অধিকাংশ ইনসুলিন লাগেজে করে বিদেশ থেকে আনা।

আরও পড়ুন