২৭ অক্টোবর ২০২৫

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আব্দুল মোবারক মিলন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দূর্ঘটনায় আহত হয়েছেন রিয়াজুল ইসলাম নামে অপর একজন।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে উপজেলার কালাপানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন জেলা সদরের শালবন নামা এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।

জানা যায়, সকালে একটি মোটরসাইকেল যোগে মিলন ও রিয়াজুল চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। পথে কালাপানি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি চাঁদের গাড়ির (জিপ) সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিলন নিহত ও রিয়াজুল আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মো. মহিউদ্দিন একজনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, ঘাতক গাড়িটি এখনও শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন