২৮ অক্টোবর ২০২৫

সাগরে মিললো নিখোঁজ জেলের মরদেহ

সাগরে মাছ ধরার দুই ট্রলারের সংঘর্ষে নিখোঁজ থাকা জেলে আক্তার হোসেনের (৩০) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের আলেকদিয়ায় সাগরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। শুক্রবার (২২ মার্চ) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ চমেক মর্গে পাঠানো হয়েছে।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, ২০ দিন আগে কুতুবদিয়া চ্যানেলে চট্টগ্রামের দুটি মাছ ধরার ট্রলারের মধ্যে সংঘর্ষ হয়।

এ সময় বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার মোহাম্মদ কাশেম মিয়ার ছেলে আখতার হোসেন (৩০) পানিতে পড়ে গিয়ে নিখোঁজ ছিল। বৃহস্পতিবার ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

আরও পড়ুন