চট্টগ্রাম পোর্ট সিটি ইন্টারন্যাশানাল ইউনিভার্সিটির ভলান্টিয়ার্সদের সেচ্ছাসেবী কার্যক্রম শেয়ারিং হ্যাপিনেস অনুষ্ঠিত হয়। দুই ধাপে বিনামূল্যে সেলাই মেশিন ও চিকিৎসা সহায়তা দেওয়ার মাধ্যমে অনুষ্ঠিত হয় এই কার্যক্রম।
প্রথম ধাপে শনিবার দুপুরে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডি বিল্ডিং সংলগ্ন মাঠে অসহায় দুইজন নারীকে সেলাই মেশিন প্রদান করেন পিসিআইইউ ভলান্টিয়ার্স। এসময় সেখানে উপস্থিত ছিলেন পিসিআইইউ ভলান্টিয়ার্সের কো অর্ডিনেটর ওসমান গণি এবং প্রক্টরিয়াল বডির অন্যান্য সদস্যরা। এছাড়া আরো উপস্থিত ছিলেন পিসিআইইউ ভলান্টিয়ার্স এর লিডার মোহাম্মদ আবদুল আহাদ এবং ফাহমিদা কাদের নওরিন, কো-লিডার মোহাম্মদ তাফসীরুল সামি, ওমেন রিপ্রেজেন্টেটিভ শ্যামলী আক্তার সোনালী, ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের এর ডিপার্টমেন্ট রিপ্রেজেন্টেটিভ মোঃ জুনায়েদ হোসাইন, ল ডিপার্টমেন্ট এর ডিপার্টমেন্টের রিপ্রেজেন্টেটিভ জাহেদুল ইসলাম শাওন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের রিপ্রেজেন্টেটিভ কাজী মোঃ আমিন, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের রিপ্রেজেন্টেটিভ মোঃ ইসতিয়াক ইবনে আজগর, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টের রিপ্রেজেন্টেটিভ মুজতাহিদ হাসান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের রিপ্রেজেন্টেটিভ শ্রীশান্ত মহাজন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের রিপ্রেজেন্টেটিভ ঋদিকা দাশ তন্বী, ইংলিশ ডিপার্টমেন্টের রিপ্রেজেন্টেটিভ তানজিনা আক্তার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের রিপ্রেজেন্টেটিভ শারমিন আক্তার।
দ্বিতীয় ধাপে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র হ্লামংসিং মারমা কে চিকিৎসা সহায়তা প্রদান করে পিসিআইইউ ভলান্টিয়ার্স। হ্লামংসিং মারমা দীর্ঘদিন যাবত নগরীর রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এই চিকিৎসা সহয়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন পিসিআইইউ ভলান্টিয়ার্স এর কো অর্ডিনেটর ওসমান গণি, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান তাওফিকা আমরিন ও পিসিআইইউ ভলান্টিয়ার্স কমিটির সদস্যরা।এসময় আনুষ্ঠানিক ভাবে হাত থেকে হ্লামংসিং মারমার চিকিৎসা সহায়তা গ্রহণ করেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান তাওফিকা আমরিন।













