মিরসরাইয়ে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) মিরসরাইয়ের একটি রেস্টুরেন্টে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিকের আয়োজনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দেবদুলাল ভৌমিক বলেন, মিরসরাই আমার প্রাণের জায়গা। এটিকে ভোলা কোনভাবেই সম্ভব নয়। মাটির টাানেই আজ মিরসরইয়ের গণমাধ্যমকর্মীদের সাথে ইফতারের আয়োজন। আজকের এই আয়োজনের প্রধান উদ্দেশ্য হলো আমাদের সবার মধ্যে মেলবন্ধন আরো সুদৃঢ় করা। আমরা সকলেই মিরসরাইয়ের উন্নয়নের জন্য কাজ করবো।
মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুর সঞ্চালনায় আলোনায় আরো অংশ নেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, মিরসরাই প্রেস ক্লাবের আহবায়ক শারফুদ্দিন কাশ্মীর, সদস্য সচিব নুরুল আলম, খবরিকার সম্পাদক মাহবুবুর রহমান পলাশ, মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নয়ন কান্তি ধূম।
এতে উপস্থিত ছিলেন বাংলাধারার সম্পাদক ফেরদৌস শিপন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর স্টাফ রিপোর্টার শাহাদাত হোসেন চৌধুরীসহ মিরসরাইয়ে কর্মরত গণমাধ্যম কর্মীরা।












