কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওর ইসলামাবাদে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক সিএনজি চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মার্চ) রাত ৯টার দিকে ওয়াহেদর পাড়া হাসের দীঘি এলাকায় গাড়ি দুটির সংঘর্ষ হলে এ মৃত্যুর ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঈদগাঁও থানার ওসি শুভ রঞ্জন চাকমা।
নিহত সিএনজি চালক নুরুল হক প্রকাশ গুরা পুতু (৫০) ইসলামাবাদ ইউনিয়নের উত্তর ইউসুফের খিল গ্রামের আলী আহমদের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, নুরুল হক নিজের গাড়ি চালিয়ে শাহ ফকির বাজার থেকে ঈদগাঁও বাস স্টেশনে আসছিলেন। অন্যদিকে কাভার্ড ভ্যানটি ঈদগাঁও থেকে উত্তর দিকে যাচ্ছিল। এতে গাড়ি দুটি মুখোমুখি সংঘর্ষে পড়ে গুরুতর আহত হন সিএনজি চালক নুরুল হক। তাকে ঈদগাঁও আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। সেখান হতে তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় ইউপি সদস্য দিদারুল ইসলাম বলেন, পারিবারিকভাবে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের প্রক্রিয়া চলছে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা জানান, জনপ্রতিনিধিরা বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তির চেষ্টা চালাচ্ছেন। বিনা ময়নাতদন্তে দাফনে প্রশাসনের অনুমতির আবেদন করেছে পরিবার।













