চট্টগ্রামের মিরসরাইয়ে অনুমোদনহীনভাবে সরিষার তেল বিক্রির অপরাধে একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩১ মার্চ) মিরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তির নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে।
এছাড়া মিরসরাই পৌর বাজারে আঙুরের দাম বেশি রাখা ও অনুমোদনহীন নুডুলস বিক্রয়ের অপরাধে দুটি পৃথক ব্যবসায়ীকে ১৫০০ টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তি জানান, উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের পদুয়া এলাকায় ন্যাচারাল অয়েল এন্ড ক্রাশিং মিলে অনুমোদনহীনভাবে সরিষার তেল বিক্রির দায়ে ২৫ হাজার টাকা ও মিরসরাই পৌর বাজারে আঙুরের বেশী দাম রাখা, অনুমোনদহীন নুডুলস বিক্রি করায় দুই ব্যবসায়ীর ১৫০০ টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
				












