২৫ অক্টোবর ২০২৫

নাসিরাবাদ স্কুলের এসএসসি ব্যাচ-২০১৩’র ইফতার মাহফিল

ট্টগ্রাম নগরীর নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ-২০১৩ এর ইফতার মাহফিল ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) নগরীর কাজীর দেউড়ির একটি রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রায় শতাধিক এলামনাই অংশ নেন।

ব্যস্ত নগরীতে শত ব্যস্ততার মাঝেও নিজের স্কুল জীবনের স্মৃতিচারণ ও মাধ্যমিকের বন্ধুদের সাথে ইফতারের সময়টুকু একসাথে কাটানোর জন্য একই ছাদের নিচে জড়ো হন তারা।

বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরা জানান, একটি ভালো আয়োজন করতে পেরে আয়োজকরা যেমন খুশি ঠিক তেমনিভাবে অংশগ্রহণকারী এলামনাইরাও বেশ খুশি। এখানে তারা নিজেদের আশা ব্যক্ত করেন। এমন মিলনমেলার ধারা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে এবং তাদের মধ্যকার বন্ধন অটুট থাকবে। সঙ্গত কারণে এবারের আয়োজনে যারা অংশগ্রহণ করতে পারেনি আগামী বছরগুলোতে তারা অংশ নিয়ে প্রোগ্রামকে আরো গতিশীল করবে— এমন আশা আয়োজকদের।

ইফতার মাহফিলের আয়োজক মোহতাদ আহমেদ বলেন, ‌‘সবাইকে একসাথে নিয়ে সফলভাবে একটা গেট-টুগেদার করতে পারাটাই আসল উদ্দেশ্য ছিল। স্কুল জীবনের সেই সময়টাতে যেন ক্ষণিকের জন্য ফিরে যেতে পেরেছি।

সবশেষে ইফতার মাহফিলে অংশগ্রহণ করা এলামনাইদের মধ্যে ঈদ গিফট ও ঈদ সালামি প্রদান করা হয় এবং সামনের দিনে আরো বড় পরিসরে ও আনন্দময় পরিবেশে অনুষ্ঠান আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

অনুষ্ঠানের সাথে যুক্ত ছিলেন অনলাইন ফ্যাশান হাউস Li Fashion, ইন্ডাস্ট্রি অটোমেশান কোম্পানি Recreate Engineers এবং কম্পিউটার পার্টস সেলস এন্ড সার্ভিসিং সেন্টার Digital Canvas।

আরও পড়ুন