চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পাঁচ শতাধিক দলীয় নেতাকর্মী নিয়ে ইফতার করেছেন উত্তর জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও বর্তমান যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম চৌধুরী।
মঙ্গলবার (৯ এপ্রিল) উপজেলার রানীর হাট ডিগ্রী কলেজ মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতারে অংশ নেন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা। এছাড়াও এতে অংশ নেন বিভিন্ন ইউনিয়নের সাবেক বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরাও।
তৌহিদুল ইসলাম চৌধুরী বলেন, এই ইফতার মাহফিলের বিশেষ কোনো উদ্দেশ্য ছিল না। শুধুমাত্র সবাইকে নিয়ে একসাথে ইফতার করবো আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আজকের এই ক্ষুদ্র আয়োজন। এতে যারা অংশ নিয়েছেন তাদেরকে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, আমার পারিবারিক প্রতিষ্ঠান আনোয়ার-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছরই পবিত্র রমজান মাসে বিভিন্ন শ্রেণীর মানুষকে ইফতার সামগ্রী বিতরণ করে থাকি। এরই ধারাবাহিকতায় কয়েকদিন আগে চার শতাধিক হতদরিদ্র মানুষকে ইফতার সামগ্রী বিতরণ করেছি। এই ধারাবাহিকতা প্রতিবছরই অব্যাহত থাকবে।













