মিরসরাইয়ে চাঞ্চল্যকর এনামুল হক প্রকাশ হকি মোল্লা হত্যার দুই আসামিকে ৩২ বছর পর গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। সোমবার (২১ এপ্রিল) ভোরে তাদেরকে গ্রেফতার করা হয়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লা আল হারুন জানান, জোরারগঞ্জ থানার ইছাখালী ইউনিয়নের চুনিমিঝির টেক গ্রামে জমি সংক্রান্ত বিবাদের জেরে ১৯৯২ সালে নির্মমভাবে খুন হন এনামুল হক প্রকাশ হকি মোল্লা। সেই মামলার পলাতক পরোয়ানাভুক্ত দুই আসামিকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের উভয়ের ৫ দিন করে রিমান্ড আবেদন চাওয়া হয়েছে।
পুলিশ জানায়, ১৯৯২ সালে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ৬নং ইছাখালী ইউনিয়নের চুনিমিঝির টেক ৭নং ওয়ার্ড এলাকায় সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আসামিরা প্রকাশ্যে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে এনামুল হককে প্রকাশ হকি মোল্লাকে। এ ঘটনায় সে সময় মিরসরাই থানায় নুরুল আলম বাদি হয়ে আবুল কাশেম ও মোস্তফা’সহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।













