চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার রেলক্রসিংয়ে একটি তেলবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। এতে বারৈয়ারহাট-রামগড় সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছে শত শত মানুষ। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে যাত্রীরা। বুধবার (২৪ এপ্রিল) সকাল ৯টা ৫০ মিনিটের সময় বারইয়ারহাট রেল ক্রসিংয়ে এই ঘটনা ঘটে। পরে ট্রেনে থাকা লোকো মাস্টারের দীর্ঘ ১ ঘন্টার চেষ্টায় ইঞ্জিন মেরামত করা হয়।
জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা (ট্রেন নম্বর ৯৭২) তেলের টেঙ্কারটি বারইয়ারহাট বাজারে পৌঁছালে ইঞ্জিনের ক্রুটি দেখা দেয়। এসময় ট্রেন বন্ধ হয়ে গেলে বারইয়ারহাট-রামগড় সড়কের দুই পাশে দীর্ঘ দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে ১ ঘন্টার চেষ্টায় তা সচল হয়।
খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস শান্তি পরিবহনের যাত্রী রায়হান হোসেন জানান, এমনিতে তীব্র গরমে অতিষ্ঠ, তার মধ্যে ট্রেন বিকল হয়ে পড়ায় আমরা বিপাকে পড়েছি। এখানে প্রায় ৪০ মিনিট বাস দাড়িয়ে আছে। গরম সয্য না করতে পারায় বাচ্ছা নিয়ে খুবই নাজুক অবস্থা পড়েছি।
বালু ভর্তি ট্রাক নিয়ে রামগড় থেকে ছেড়ে আসা ট্রাক ড্রাইভার রুস্তম মিয়া জানান, প্রায় এক ঘন্টা এই জ্যামে আটকা পড়েছি। আমরা চুক্তিতে গাড়ি চালাই এখানে জ্যামে পড়ে থাকায় আমার একটি ট্রিপ কমে গেল।
অন্য এক কলেজ শিক্ষার্থী ফরিদ আহমেদ বলেন, আমার অনার্স ৩য় বর্ষের পরিক্ষা চলছে। সময় হিসেব করে বাসা থেকে বের হয়েছি। কিন্তু ট্রেনটি এমন স্থানে বিকল হয়েছে বিকল্প পথও নেই বের হওয়ার।
পূর্বাঞ্চল রেলওয়ের চিনকি আস্তানা রেলওয়ে স্টেশন মাস্টার সিরাজুর ইসলাম জানান, ট্রেনের ইঞ্জিন ক্রুটি দেখা দিলে ট্রেনটি বারইয়ারহাট বাজার এলাকায় সকাল ৯টা ৫০ মিনিটে থেমে যায়। ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে তেল নিয়ে যাচ্ছিলো৷ এসময় ট্রেনে থাকা কোলো মাস্টারের দীর্ঘ এক ঘন্টা চেষ্টায় তা মেরামত করা হয়। পরে ১০ টা ৫০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্য ছেড়ে যায়।












