২৯ অক্টোবর ২০২৫

বোয়ালখালীতে চোলাই মদসহ যুবক ধরা

বোয়ালখালীতে ১১০ লিটার চোলাই মদসহ মো. আরিফুল ইসলাম (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার আরিফুল উপজেলার দক্ষিণ করলডেঙ্গা তালুকদার পাড়ার মৃত শামসুল আলমের ছেলে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আছহাব উদ্দিন।

তিনি বলেন, সোমবার (২৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মধ্যম করলডেঙ্গা লুদুরী পাড়ার রাস্তা থেকে মো. আরিফুল ইসলামকে আটক করা হয়। এসময় তার কাছে প্লাস্টিকের বস্তা ভর্তি ১১০ লিটার চোলাই মদ পাওয়া গেছে।

আরও পড়ুন