পছন্দের প্রতীক না থাকায় ভোট না দিয়ে কেন্দ্র থেকে বেরিয়ে আসলেন সন্ধ্যা রাণী দে নামের ৮৩ বছর বয়সী বৃদ্ধা।
বুধবার (২৯ মে) চট্টগ্রামের বোয়ালখালীতে তৃতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার ৮৩নং শ্রীপুর দরবার দিঘির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন তিনি। এসময় কেন্দ্রে গিয়ে ব্যালট পেপারে পছন্দের প্রতীক না পেয়ে ভোট না দিয়ে চলে গেলেন।
ভোট কেন দেননি প্রশ্নের উত্তরে সন্ধ্যা রাণী দে বলেন, ভোট দিতে এসে কাগজ (ব্যালট) নিয়ে দেখি আমার পছন্দের প্রতীক নৌকা নাই। নৌকা প্রতীক ছাড়া অন্য প্রতীকে তিনি কোন ভোট দিবেন না, তাই আর ভোট দেয়নি।
কেন্দ্রে থাকা প্রিজাইডিং অফিসার মেহেদী হাসান বলেন, নিজে গিয়ে বৃদ্ধাকে বুঝিয়েছি। তবে ব্যালটে নৌকা প্রতীক না থাকায় তিনি ভোট প্রয়োগ করেননি। এখন পর্যন্ত মোট ২ হাজার ১৩৮ ভোটারের মধ্যে প্রায় চারশত ভোট গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।













