তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামের ৪ উপজেলায় বুধবার (২৯ মে) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে ঘোষিত ফলাফলে চন্দনাইশে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী জসীম উদ্দীন।
তিনি পেয়েছেন ৩৮ হাজার ৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী আবু আহমদ চৌধুরী জুনু পেয়েছেন ২২ হাজার ৭৪ ভোট।
এ উপজেলায় মোট ১ লাখ ৯১ হাজার ৬০৭ জন ভোটারের বিপরীতে মোট ভোট পড়েছে ৬১ হাজার ৯২১টি। যার শতকরা হার ৩২ দশমিক ৩২ শতাংশ।
বোয়ালখালীতে চেয়ারম্যান পদে হেলিকপ্টার প্রতীকের প্রার্থী জাহেদুল হক ৩০ হাজার ৫৭৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী মো. শফিক পেয়েছেন ১৯ হাজার ১১০ ভোট। বোয়ালখালীতে ২ লাখ ১০ হাজার ৩৪০ ভোটারের বিপরীতে ভোট পড়েছে ৮০ হাজার ৫৬৭।













