চট্টগ্রামের কালুরঘাট ফেরিঘাটে নৌকা থেকে পড়ে এক যাত্রী নিখোঁজ হয়েছেন। শনিবার (২২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে কালুরঘাট সেতুর পশ্চিম প্রান্তের ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিঘাটে নৌকায় যাত্রী তোলার সময় প্রবল স্রোতে নৌকাটি ফেরির সাথে ধাক্কা লেগে দুই যাত্রী নদী পড়ে যান। একজন উঠতে পারলেও অপরজন তলিয়ে গেছেন নদীতে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন জানান, ঘটনাস্থলে আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়েছে। পরে একটি ডুবুরি দল উদ্ধার কার্যক্রমে অংশ নেয়।
তিনি আরও জানান, রাত ৮টা পর্যন্ত ডুবুরিরা উদ্ধার কার্যক্রম চালায়। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে থাকবে। আগামীকাল রোববার (২৩ জুন) সকাল থেকে ডুবুরিরা আবারও উদ্ধার অভিযানে নামবে।













