চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারের আমতল এলাকার একটি আটতলা মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত রাত দেড়টার দিকে আগুনের এ ঘটনা ঘটে।
আটতলা মার্কেটটির বেশ কয়েকটি ফ্লোরে দোকান থাকলেও ওপরের কয়েকটি তলায় মার্কেটের কর্মচারীরা থাকেন। আগুনের পর কিছু কর্মচারী বেরিয়ে এলেও ভবনটিতে আটকে পড়েছেন বেশ কিছু লোক। দোতলার একটি মোবাইল যন্ত্রাংশের দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুর রাজ্জাক বলেন, আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে আগ্রাবাদ, নন্দনকানন ও চন্দনপুরা স্টেশনের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।













