১৬ ডিসেম্বর ২০২৫

গরুর অবিশ্বাস্য ফুটবল নৈপুণ্য! (ভিডিও)

বাংলাধারা ডেস্ক »

মানুষ নয় স্বয়ং গরু খেলছে ফুটবল। মাঠজুড়ে বলটি নিয়ে আয়েশি ভঙ্গিতে দৌড়াচ্ছে গরু, একবার এই প্রান্ত তো আরেকবার অন্যপ্রান্ত। গতকাল মঙ্গলবার এমনই এক বিচিত্র ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা নিয়ে শুরু হয়েছে তোলপাড়।

ভিডিও দেখতে ক্লিক করুন

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গতকাল ভারতের গোয়ার একটি এলাকায় কয়েকজন কিশোর মাঠে ফুটবল খেলছিল, সেই সময়েই হাজির হয় গরুটি।

খেলার এক পর্যায়ে প্রবল বেগে ছুটে আসা বলটি গরুর সামনে গিয়ে থেমে যায়। বলটি তখন নিজের দখলে নিয়ে এটি শট মেরে সরিয়ে দেয় গরু।

ভিডিওতে দেখা যায়, কখনও কখনও সে সামনের দু’পা দিয়ে বলটাকে চেপে ধরছে। ছেলেগুলো বল আনতে গরুটির কাছে গেলে তাদের দিকে তেড়ে আসে প্রাণীটি। এই মজার ঘটনাটির একটি ভিডিও শেয়ার করেন ভারতীয় ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলে।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ