রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানেই অল আউট হয়েছে পাকিস্তান। জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ৩০ রান। ১ উইকেটে ২৩ রান নিয়ে আজ পঞ্চম দিনে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমেছিল পাকিস্তান। তবে রাওয়ালপিন্ডিতে আজ শুরু থেকেই টাইগার বোলারদের তোপের মুখে পড়েছেন স্বাগতিকরা। দিনের শুরুতেই সাজঘরে ফিরেছেন শান মাসুদ। এরপর জীবন পেয়েও কাজে লাগাতে পারেননি বাবর আজম। দলের বাকি ব্যাটাররাও আর এরপর সুবিধা করে ওঠতে পারেননি। তবে একমাত্র ব্যতিক্রম ছিলেন মোহাম্মদ রিজওয়ান। প্রথম ইনিংসে ১৭১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলা এই ব্যাটার আজও করেছেন ৫১ রান, তাঁর দায়িত্বশীল এই ইনিংসের সুবাদেই ১৪৬ রানের দেখা পায় স্বাগতিকরা।
দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে আজ শুরুটা ভালো করতে পারেনি পাকিস্তান। দিনের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরেন অধিনায়ক মাসুদ। হাসান মাহমুদের বলে দুর্দান্ত এক ক্যাচ নিয়ে মাসুদকে সাজঘরের পথ দেখান উইকেটরক্ষক লিটন দাস। তবে মাসুদের ক্যাচ গ্লাভসবন্দী করতে পারলেও এর পরের ওভারেই বাবর আজমের ক্যাচ ফেলে দেন লিটন।
রের ওভারেই শরিফুল ইসলামের বলে কট বিহাইন্ড হতে পারতেন বাবর। তবে লিটন সুযোগ মিস করলে বেঁচে যান এই ব্যাটার। তবে জীবন পেয়েও তা কাজে লাগাতে পারেননি পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। এরপর নাহিদ রানার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরতে হয়েছে তাকে। আউট হওয়ার আগে তিনি করেছেন ২২ রান।
এদিকে বাবর ফেরার পর ক্রিজে শফিকের সঙ্গী হন আগের ইনিংসেই দুর্দান্ত সেঞ্চুরি করা সৌদ শাকিল। তবে এবার আর দলের ত্রাতা হতে পারেননি শাকিল। বাবর আউট হওয়ার পরের ওভারেই সাকিবের দুর্দান্ত এক ডেলিভারিতে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে আউট হন তিনি। শাকিল ফেরার পর রিজওয়ানকে সঙ্গে নিয়ে ৩৭ রানের জুটি গড়ে পরিস্থিতি সামলে নেয়ার চেষ্টায় ছিলেন শফিক। তবে শেষ পর্যন্ত ফিরতে হয়েছে তাকেও।
দলীয় ১০৪ রানে সাকিবের বলে ক্যাচ তুলে দিলে তা মুঠোবন্দী করেন সাদমান ইসলাম, ৩৭ রানে সাজঘরে ফিরেন শফিক। এদিকে শফিক আউট হওয়ার পরের ওভারেই মিরাজের বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন আঘা সালমান। এদিকে একপ্রান্তে দ্রুত উইকেট হারালেও অপরপ্রান্তে অপরাজিত আছেন মোহাম্মদ রিজওয়ান, ক্রিজে তাঁর সঙ্গী হন শাহিন আফ্রিদি। মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১০৮ রান তুলে স্বাগতিকরা।
এদিকে মধ্যাহ্নবিরতির পর প্রথমেই শাহিন আফ্রিদিকে সাজঘরের পথ দেখান মিরাজ। তাঁর নিচু হয়ে আসা বল চেষ্টা করেও ফেরাতে পারেননি আফ্রিদি, পাকিস্তানি এই পেসার আউট হন লেগ বিফোর উইকেটের ফাঁদে পরে। এদিকে এরপর স্বাগতিকদের আরেক ব্যাটার নাসিম শাহকে আউট করেন সাকিব আল হাসান।
এদিকে একপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও অপরপ্রান্তে আজ পাকিস্তানের ভরসা হয়েই টিকে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। শেষদিকে খুররম শাহজাদকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন তিনি, তবে ব্যক্তিগত অর্ধশতক পূরণ করার পর আর নিজের ইনিংস বড় করতে পারেননি তিনি, আউট হন মিরাজের বলে। এরপর পাকিস্তান অল আউট হয় ১৪৬ রানে। টাইগারদের হয়ে আজ সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন মিরাজ, সাকিব পেয়েছেন ৩ উইকেট।













