চট্টগ্রামের মিরসরাইয়ে সাপের কামড়ে ফাবিহা নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোর রাত সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ফাবিহা উপজেলার মঘাদিয়া ইউনিয়নের কাজির তালুক এলাকার মোহাম্মদ বেলালের শিশু কন্যা।
নিহতের আত্মীয় মেহেদী হাসান জানান, গতরাত দেড়টার সময় ঘুমের মধ্যে ফাবিহাকে একটা সাপ কামড় দেয়। এসময় সে কান্নাকাটি শুরু করলে পাশের ঘরের মানুষের কাছে নিয়ে যায় ফাবিহার মা। পরে তাদের সহযোগিতায় প্রথমে মিরসরাই সেবাতে নিয়ে যায় সেখান থেকে মস্তান নগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুরুরি বিভাগের চিকিৎসক ডা. জয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর রাত সাড়ে চার দিকে শিশুটিকে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।
তিনি আরও জানান, শিশুটির গায়ে সাপে কাটা চিহ্ন ছিলো তবে পরিবার সাপ দেখতে পায়নি বলে জানিয়েছে।













