আওয়ামী লীগ সরকারের আমলে চট্টগ্রামে ইস্যুকৃত ৭৩১টি আগ্নেয়াস্ত্রের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়া সত্ত্বেও ১০৭টি অস্ত্র এখনো জমা পড়েনি।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পর্যন্ত মোট ৬২৪টি অস্ত্র জমা দিয়েছেন লাইসেন্সধারীরা। এর মধ্যে জেলার ১৫টি থানায় ২৪০টি এবং নগরের ১৬টি থানায় ৩৮৪টি অস্ত্র জমা পড়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নগরের ১৬টি থানায় ইস্যুকৃত ৪৫৩টি আগ্নেয়াস্ত্রের মধ্যে ৩৩৭টির তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৭৩টি লাইসেন্স ইস্যু হয়েছে কোতোয়ালি থানা এলাকায়। অন্যান্য থানাগুলোর মধ্যে পাঁচলাইশ, খুলশি, ডবলমুরিং উল্লেখযোগ্য।
৩৩৭টি অস্ত্রের মধ্যে শটগান রয়েছে ১৩২টি, পিস্তল ৮২টি, বন্দুক ৬৪টি এবং অন্যান্য আগ্নেয়াস্ত্রও রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ইস্যুকৃত সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে এবং লাইসেন্সধারীদের অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।