১৭ ডিসেম্বর ২০২৫

দেশে লবণের ঘাটতি নেই, আমদানির প্রশ্নই আসেনা : শিল্পমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি »

দেশে লবণের ঘাটতি নেই উল্লেখ করে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেছেন, কোরবানির ঈদে চামড়া শিল্পে লবণ ব্যবহারের পরও স্বাভাবিক চাহিদার লবণ উদ্বৃত্ত থাকবে। তাই কেউ চাইলেও আমদানির কোন প্রশ্নই আসে না।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) ‘লবণ চাষ ও আয়োডিনযুক্তকর : সার্বজনীন আয়োডিনযুক্ত লবণ’ শীর্ষক কক্সবাজারে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

কলাতলী সৈকতের এক তারকা হোটেলের কনফারেন্স হলে শুক্রবার (৫ জুলাই) অনুষ্ঠিত কর্মশালায় শিল্পমন্ত্রী আরো বলেন, চাষিদের অক্লান্ত পরিশ্রম এবং সরকারের সহায়তায় লবণ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি আমরা। এ ধারা অব্যাহত রাখতে এবং আয়োডিন ঘাটতি পূরণের ক্ষেত্রে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

শিল্পমন্ত্রী বলেন, ২০১৮-১৯ অর্থ অর্থবছরে লবণের চাহিদা ছিল ১৬ দশমিক ৫৭ লক্ষ মেট্রিক টন। ১৮ লক্ষ মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা বিপরীতে মাঠে নেমে মৌসুম শেষে উৎপাদন হয়েছে ১৮ দশমিক ২৪ লক্ষ মেট্রিক টন। চাহিদা ও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি লবণ উৎপাদন হওয়ায় বর্তমানে দেশে লবণের কোন ঘাটতি নেই।

বিসিক চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. মোশতাক হাসানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এমপি বলেন, আমদানি নির্ভরশীল না হয়ে দেশে গুণগত মানসম্পন্ন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের আওতায় বিসিকের মাধ্যমে নানামুখী কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

ইউনিসেফের সহায়তায় লবণ চাষের নতুন প্রযুক্তি পাইলটিং কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এতে বক্তব্য রাখেন- কক্সবাজার সদর আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, ইউনিসেফ বাংলাদেশের পুষ্টি বিভাগের প্রধান পিয়ালী মুস্তাফী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা।

বিসিক চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. মোশতাক হাসান বলেন, ষাটের দশক থেকে বিসিক লবণ উৎপাদনের সাথে জড়িত। এ বছর ১৮ দশমিক ২৪ লক্ষ মেট্রিক টন এবং গত বছরের উদ্বৃত্ত ১ দশমিক ৬০ লক্ষ মেট্রিক টনসহ মোট ১৯ দশমওক ৮৪ মেট্রিক টন লবণ বর্তমানে আমাদের লবণ মাঠ, লবণ মিল এবং পরিবহন চ্যানেল মিলিয়ে মজুদ রয়েছে। আধুনিক প্রযুক্তিতে মানসম্পন্ন লবণ উৎপাদন হচ্ছে। ফলে এ বছর লবণ আমদানি প্রয়োজন হবেনা।

স্বাগত বক্তব্যে বিসিকের পরিচালক (সিআইডিডি প্রকল্প) মো. আতাউর রহমান সিদ্দিকী ও ইউনিসেফের নিউট্রিশন অফিসার ডা. আইরিন আখতার চৌধুরী ‘লবণ চাষ ও আয়োডিনযুক্তকরণঃ সার্বজনীন আয়োডিনযুক্ত লবণ’ বিষয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনে তথ্য উপাত্ত তুলে ধরেন।

বিসিক কর্মকর্তা মোঃ ইদ্রিস আলী ও বেতারের সংবাদ পাঠিকা রোজিনা আকতারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সদস্য কানিজ ফাতেমা আহমেদ, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক সরওয়ার কামাল, চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও লবণ চাষী সমিতির সভাপতি শফিক মিয়া, বাংলাদেশে লবণ চাষী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক কায়ছার ইদ্রিস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও লবণ মহাল কমিটির সদস্য রহিম উদ্দিন, মিল মালিক সমিতির নেতা রঈস উদ্দিন, ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিল মালিক মাস্টার আবদুল কাদের, বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সভাপতি নুরুল কবির, ইসলামপুর লবণ মিল মালিক সমিতির সভাপতি শামসুল আলম আজাদ বক্তব্য রাখেন।

এদিকে, জুমার নামাজের বিরতির পর মধ্যান্ন ভোজ নিয়ে সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে উপস্থিত সাংবাদিকরা ক্ষুদ্ধ হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ