কক্সবাজারের চকরিয়ায় ডাকাতি প্রতিরোধে করতে গিয়ে ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় সরাসরি জড়িত ছয়জনকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পর হতে চিরুনি অভিযান চালিয়ে ঘটনায় জড়িত এ ৬ জনকে আটক করা হয় বলে জানিয়েছে সেনা সূত্র।
আটকদের কাছ হতে ২টি দেশিয় আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের ১১ রাউন্ড গুলি, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি, একটি পিকআপ এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন, মোহাম্মদ বাবুল প্রকাশ (৪৪), হেলাল উদ্দিন (৩৪), আনোয়ার হাকিম (২৮), আরিফ উল্লাহ (২৫), জিয়াবুল করিম (৪৫) এবং মোহাম্মদ হোসেন (৩৯)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তাদের মাঝে ৪ জন প্রত্যক্ষভাবে সংঘটিত অপরাধের সাথে জড়িত ছিল এবং বাকী দুজন তথ্য দিয়ে সহায়তা করেছে। আর মোহাম্মদ বাবুল প্রকাশ এ ঘটনার মূল অর্থ যোগান দাতা। তিনি লেফটেন্যান্ট তানজিমকে প্রাণঘাতী ছুরিকাঘাত করে বলে প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছে।
আটক অন্যদের মধ্যে ডাকাত দলের সেকেন্ড ইন কমান্ড মো. হেলাল উদ্দিন, গাড়ি চালক মো. আনোয়ার হাকিম, সশস্ত্র সদস্য আরিফ উল্লাহ এবং তথ্য দাতা মো. জিয়াবুল করিম ও মোহাম্মদ হোসেন উক্ত ঘটনার সাথে নিজেদের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। ডাকাত দলের অন্যান্য জড়িত সদস্যদের গ্রেফতারে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে কক্সবাজারের চকরিয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতি প্রতিরোধ অভিযান চালায় সেনাবাহিনীর একটি টিম। এসময় ডাকাত দলকে ধাওয়া দিয়ে একজনকে ধরে ফেলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩)। নিজেকে ছাড়িয়ে নিতে, তাকে গলার একপাশে ছুরিকাঘাত করে হত্যা করে ডাকাত দল। একইদিন ময়নাতদন্ত শেষে রামু সেনানিবাসে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার নিজ গ্রাম টাঙ্গাইলে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তাকে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত ৬ জনকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাসদস্য বাদী হয়ে চকরিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।
চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, সেনাবাহিনীর পক্ষ হতে ৬ জনকে থানায় নিয়ে আসা হয়েছে। মামলা নথিভূক্ত করার কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে, লেফটেন্যান্ট তানজিমের আত্মত্যাগ দেশের মানুষের মাঝে গভীর শোকের ছায়া ফেলেছে এবং তার সাহসিকতাকে স্মরণ করে এই নৃশংস ঘটনার বিচার দাবি উঠেছে।













