বাংলাধারা ডেস্ক »
রাজধানী ঢাকার যাত্রাবাড়ি মোড়ে বাসের ধাক্কায় ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ খায়রুল (৩২) নিহত হয়েছেন। শুক্রবার ( ৫ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে একটি বাস খায়রুলকে চাপা দেয়।
পুলিশের ডেমরা জোনের সহকারী কমিশনার সৈয়দ জিয়াউজ্জামান জানান, দুর্ঘটনার সময় ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) খায়রুল ইসলাম (৩০) ট্রাফিক পূর্ব বিভাগ ডেমরা জোনে দায়িত্বপালনরত ছিলেন। এসময় নীল রঙের বাসটি ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাত তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, বাসটিকে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় এর চালককে আটক করতে পারেনি পুলিশ। তবে, সিসিটিভি ফুটেজ দেখে বাস ও এর চালককে আটকের চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি













