বাংলাধারা প্রতিবেদন »
নগরীর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ৩০টি সোনার বার উদ্ধার করেছে কোস্টগার্ড। তল্লাশির জন্য অপেক্ষমাণ কোস্টগার্ড সদস্যদের দেখে সোনার বারগুলো ফেলে এক ব্যক্তি পালিয়ে যায় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শনিবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
কোস্টগার্ড পূর্ব জোনের সহকারী পরিচালক (গোয়েন্দা) লে.কমান্ডার এম হামিদুল ইসলাম বাংলাধারাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহ আমানত বিমানবন্দর রোড থেকে প্রায় ৩০০ কেজি ওজনের ৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, কোনো একটি ফ্লাইটে নিয়ে আসা এসব স্বর্ণ বিমানবন্দর থেকে বের করে ব্যাগে নিয়ে যাচ্ছিলেন এক পাচারকারী। কোস্ট গার্ড সদস্যদের দেখে ব্যাগ ফেলে পালিয়ে যান তিনি। পরে ব্যাগ তল্লাশি করে ৩০টি স্বর্ণের বার পাওয়া যায়।
এসব স্বর্ণ পরে কাস্টম হাউজে হস্তান্তর করা হয় বলে জারিয়েছেন তিনি।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম













