নগরীর পূর্ব নাসিরাবাদে হিলভিউ আবাসিক এলাকায় উদ্দেশ্যপ্রণোদিত ভাবে জনপ্রিয় সেগাফ্রেডো রেস্টুরেন্টের পাশে নিরাপত্তা ফটক ও গার্ডরুম তৈরী করে গ্রাহক সেবা বিঘ্নিত করার অভিযোগ উঠেছে। একই এলাকায় অবস্থিত সেগাফ্রেডো জেনেতি এসপ্রেসোর স্বত্ত্বাধিকারী রাইসুল উদ্দিন সৈকত এ অভিযোগ করেন।
আবাসিক এলাকার নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে আবাসিক এলাকার নির্ধারিত জায়গার বাইরে বাংলাদেশ ব্যাংকের জায়গায় এই ফটক নির্মান করছে আবাসিক এলাকার কমিটি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখার কোনো কর্মকর্তা কিছুই জানেন না। আরও অভিযোগ উঠেছে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তার যোগসাজশে এমন কাজ করছে আবাসিক এলাকার কমিটির লোকজন।
সেগাফ্রেডো জেনেতি এসপ্রেসোর স্বত্ত্বাধিকারী অভিযোগ করে বলেন আমাদের এই ব্যাবসা প্রতিষ্ঠান একটি স্বনামধন্য ইটালিয়ান ফ্র্যান্সাইজি রেস্টুরেন্ট। যা আমরা ২০১৯ সাল থেকে সুনামের সাথে পরিচালনা করে আসছি। মনোরম পরিবেশ এবং মানসম্মত খাবারের কারনে এই রেস্টুরেন্ট অত্যন্ত জনপ্রিয়। হিলভিউ সোসাইটি কমিটি যে জায়গায় গেইটটি নির্মান করছে তা আমাদের ব্যবসার প্রতিবন্ধকা সৃষ্টি করছে। গেইটটি এমন জায়গায় করা উচিত যাতে আশেপাশের মানুষের এবং ব্যবসা বানিজ্যের কোন প্রকার অসুবিধা না হয়। উল্ল্যেখ্য সেগাফ্রেডো জেনেতি এসপ্রেসো ক্রয়কৃত নিজস্ব জায়গায় অবস্থিত।
তিনি বলেন, সিকিউরিটি নিশ্চিত করতে গেইট অবশ্যই প্রয়োজন, হিলভিউ সোসাইটির অন্যান্য গেইটগুলো নির্মান হয়েছে সোসাইটি যে স্থান হতে শুরু হয়েছে সেই স্থান হতে, কিন্তু এই গেইটটি নির্মানে সেই নিয়ম সোসাইটি কমিটি মানছেন না। গেইট এর সিকিউরিটি রুম ঘরটি রাস্তার উপর এমনভাবে তোলা হচ্ছে যা সেগাফ্রেডো রেস্টুরেন্ট তথা ইনোভেটিভ ভুইয়া অর্কিড বিল্ডিং এ ব্যবসা করার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। রুম ঘরটি চাইলে অপর পাশেও করা যেত।
রেস্টুরেন্টের ম্যানেজার সাফাত হোসাইন বলেন, হিলভিউ সোসাইটির অন্য দুটি গেইট হিলভিউ এরিয়ায় হলে এই গেইট কেন বাইরে হচ্ছে? হিলভিউ আবাসিকে অন্য গেইটগুলো সোসাইটি কর্তৃপক্ষ গ্রীল দিয়ে সোসাইটি সীমানায় করলেও এই গেইট কেন পিলার দিয়ে রাস্তার উপর গার্ডরুম করে করা হচ্ছে?
গেইট এবং গার্ডরুমটি উদ্দেশ্যপ্রনোদিত ভাবে গায়ের জোরে করা হচ্ছে কি? সেগাফ্রেডো রেস্টুরেন্টের চর্তুদিকের ভিউ নাই করাই কি উদ্দেশ্য? যেহেতু সেগাফ্রেডো রেস্টুরেন্টের গেস্টরা আশেপাশের খোলা পরিবেশটা উপভোগ করে।
বিষয়টি নিয়ে জানতে হিলভিউ হাউজিং সোসাইটি কমিটির সহ-সভাপতি ইরফান আলম চৌধুরী বিপু বলেন, গেইট নির্মাণ করছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। গেইট হলে সোসাইটির নিরাপত্তাও জোরদার হবে।
তবে এই বিষয়ে কিছুই জানেন না বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তা। কেন এ স্থানে গেইট নির্মাণ করছে জানতে চাইলে ব্যাংকের আইন কর্মকর্তা লিটন ঘোষ বলেন, জায়গাটা বাংলাদেশ ব্যাংকের। তাই নিরাপত্তার স্বার্থে গেইট ও গার্ড রুম নির্মান করা হচ্ছে। এ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন থেকেও অনুমতি নেয়া হয়েছে।
তবে ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসাইন খান বলেন, সিটি করপোরেশন কেন গেইট নির্মাণের অনুমতি দেবে! যদি ব্যাংকের জায়গা হয় এটা সবার সাথে বসে সমাধান করা যায়। আমি ওই স্থানে দুইজন কর্মকর্তা পাঠাবো আরো বিস্তারিত জানতে।













