কক্সবাজার প্রতিনিধি »
প্রবল বৃষ্টি ও ঝড়ো বাতাসে কক্সবাজার-টেকনাফ প্রধান সড়কে প্রাচীন এক শিশু গাছ উপড়ে পড়ে প্রায় ৮ ঘন্টা যান চলাচল ব্যাহত হয়েছে। গাছের ব্যারিকেট সৃষ্টি হওয়ায় সড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বৃষ্টির কারণে সওজ কর্মী ও দূর্ভোগ নিরসন সংশ্লিষ্ট বিভাগ দ্রুত এগিয়ে আসতে না পারায় দূরপাল্লার নাইটকোচের যাত্রীসহ সাধারণ পরিবহনের যাত্রী এবং যানবাহন শ্রমিকেরা চরম ভোগান্তির শিকার হন।
শনিবার (৬ জুলাই) ভোর ৫টার দিকে হ্নীলাস্থ মোচনীর দক্ষিণ পার্শ্বের উপড়ে পড়া গাছটি বেলা ১টার দিকে সরানো সম্ভব হলে যানচলাচল স্বাভাবিক হয়। সওজ ও ফায়ার সার্ভিসকর্মীরা স্থানীয় জনগণের সহযোগিতায় দীর্ঘ ৮ ঘন্টা চেষ্টার পর এটি সম্ভব হয়।
হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ আলী স্থানীয়দের বরাত দিয়ে জানায়, শনিবার (৬ জুলাই) ভোররাতে প্রবল দমকা বাতাসে হ্নীলা মোচনীর দক্ষিণ পার্শ্বের বড় শিশু গাছটি প্রধান সড়কের উপরে পড়ে যায়। সকাল হলে স্থানীয় ও দূর পাল্লার শত শত যানবাহন আটকা পড়ে। তখন স্থানীয় লোকজন দা-কুড়াঁল নিয়ে গাছটি কাটতে শুরু করে। এছাড়া সড়ক ও জনপদ বিভাগের লোকজন খবর পেলেও দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিলম্বে কাজ শুরু করে। অবশেষে বেলা ১টার দিকে গাছটি সম্পূর্ণ সরানো গেলে সড়কের যান চলাচল স্বাভাবিক হয়।
সড়ক ও জনপদের (সওজ) স্টক ইয়ার্ডে কর্মরত জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনগণ ও দমকল বাহিনীর সদস্যদের সহযোগিতায় গাছটি অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করা হয়।
টেকনাফ উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. রবিউল হাসান বলেন, খবর পেয়ে সংশ্লিষ্টদের ঘটনাস্থালে পাঠানো হয়। পুলিশ ও স্থানীয় পরিষদের দায়িত্বশীলরা ভোগান্তিতে পড়াদের সহযোগিতা দেয়। বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইতে থাকায় সড়কের বিভিন্ন এলাকার পুরোনো গাছগুলো উপড়ে পড়ে দূর্ভোগ বাড়াচ্ছে। তাই সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর













