২৩ অক্টোবর ২০২৫

থানার অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে ছাত্র হত্যা মামলার আসামী

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া চবি শিক্ষার্থী হৃদয় তরুয়া হত্যা মামলার দুই আসামি হাফেজ তৈয়বকে কোতোয়ালি থানার একটি দোয়া মাহফিলে অতিথি করার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে। থানার এই দোয়া মাহফিলে একই হত্যা মামলার ৯১ নম্বর আসামী আজাহার উদ্দিনও উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত ২০ ডিসেম্বর নগরীর কোতোয়ালি থানায় খতমে কুরআন ও খতমে বুখারী শরীফের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে অংশ নেন পতিত আওয়ামীলীগ সরকারের সাবেক একাধিক মন্ত্রী ও এমপির সাথে সখ্যতা থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় তরুয়া হত্যা মামলার ৯০ নম্বর আসামি হাফেজ তৈয়ব এবং ৯১ নম্বর আসামী আজাহার উদ্দিন।

চবি শিক্ষার্থী হৃদয় তরুয়া হত্যা মামলার দুই আসামী খোদ থানায় পুলিশের অনুষ্ঠানে যোগদানের ছবি গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর সর্বত্র সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

ছবিতে থানার এই অনুষ্ঠানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ থানার অন্যান্য কর্মকর্তাদের সাথে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত হৃদয় তরুয়া হত্যা ঘটনায় মামলার আসামি হাফেজ তৈয়ব এবং অপর আসামী আজাহার উদ্দিনকে দেখা যাচ্ছে।

নগরীর চান্দগাঁও থানায় দায়ের হওয়া চবি শিক্ষার্থী হৃদয় তরুয়া হত্যা মামলার ৯০ নম্বর আসামী হাফেজ মোহাম্মদ তৈয়ব এবং ৯১ নম্বর আজাহার উদ্দিন।

আওয়ামীলীগ সরকারের গত ১৫ বছরে সরকারের সাবেক প্রায় মন্ত্রীর সাথে হাফেজ তৈয়বের ছবি রয়েছে। এছাড়াও চট্টগ্রামের সাবেক মন্ত্রী-এমপি সহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের হেভিওয়েট নেতাদের সঙ্গে সখ্যতা ও দেখা যায়।

এ নিয়ে জনমনে উঠেছে নানান প্রশ্ন।

আরও পড়ুন