দেশের চলমান শৈত্যপ্রবাহে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় শীতবস্ত্র বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান।
রোববার (০৫জানুয়ারি) ফকিরহাট উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে – ঘুরে ছিন্নমূল ও অসহায় এতিম, ভবঘুরে, অসুস্থ মানুষদের খুঁজে – খুঁজে নির্বাহী কর্মকর্তা শীতবস্ত্র বিতরণ করছেন ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান বলেন, দেশে শৈতপ্রবাহের ফলে গত কয়েক দিন ধরে শীত জেঁকে বসার কারণে অনেক মানুষ শীতে মানবেতর জীবনযাপন করছে। বিশেষ করে অসহায়, ভাসমান ও ছিন্নমূল মানুষেরা’সহ এতিমখানার শিশুরা শীতে কষ্ট পাচ্ছেন। তাদের শীত নিবারণের জন্য জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে কম্বল বিতরণ করেছি













