২৪ অক্টোবর ২০২৫

আরো ৯ মামলায় কারাগারে সাবেক গণপূর্তমন্ত্রী মোশাররফ

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জামিনের আবেদন নাকচ করে তাকে বিভিন্ন থানার আরো ৮ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি করতে বুধবার চট্টগ্রামের তিনটি পৃথক আদালতে সাবেক এই মন্ত্রীকে হাজির করা হয়। তারপর বিচারকরা মোশাররফ হোসেনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন।

মীরসরাই ও জোরারগঞ্জ থানায় দায়ের করা পাঁচটি মামলার শুনানি হয় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক সানির আদালতে।তিনটি মামলার শুনানি হয়েছে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারদিন মুস্তাকিম তাসিনের আদালতে এবং অপর একটি মামলার শুনানি করেছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানম।

চট্টগ্রাম জেলা আদালতের পিপি আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, “উনার পক্ষে জামিনের আবেদন করা হয়েছিল। তা নামঞ্জুর করা হয়েছে। উনার পক্ষে ডিভিশনের আবেদন করা হয়েছে। শুনানি শেষে আদালত এ বিষয়ে কারাবিধি অনুসারে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।”

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গত বছরের ২৭ অক্টোবর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ অগাস্ট আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এর পর একে একে গ্রেপ্তার হন আওয়ামী লীগের বেশ কয়েকজন সাবেক মন্ত্রী ও সংসস সদস্য।

আরও পড়ুন