২৩ অক্টোবর ২০২৫

ছয় পাচারকারী গ্রেপ্তার; মিলল ২ কেজি আইস

মিয়ানমার থেকে সাগরপথে কক্সবাজারের টেকনাফে পাচারের সময় একটি নৌযান থেকে ২ কেজি ১৩০ গ্রাম আইস নামে পরিচিত ক্রিস্টাল মেথ মাদকসহ ছয় পাচারকারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) সদস্যরা। এ সময় আরও ১০ হাজার ইয়াবা বড়ি ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় ১১ কোটি টাকা।

গ্রেপ্তার ছয়জন হলেন টেকনাফ সদরের মো. ফয়সাল (২০), মো. আরমান (২০), মো. বুখার উদ্দীন (৩০), মো. শফিক উদ্দিন (২০), লেঙ্গুববিলের জসিম উদ্দিন (২১) ও উখিয়ার কুতুপালং ২০ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের মো. কামাল হোসেন (৩৮)।

গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে নাফ নদীর মোহনায় মিয়ানমার থেকে পাচারের সময় একটি ইঞ্জিনচালিত সাম্পান নৌকাসহ মাদকগুলো জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

বিজিবি সূত্র জানায়, গতকাল রাতে নাফ নদীর মোহনা দিয়ে মিয়ানমার থেকে ইঞ্জিনচালিত নৌকা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করলে বিজিবির একটি দল নৌকাটিকে আটক করতে সক্ষম হয়। পরে নৌকাটি তল্লাশি করে ২ কেজি ১৩০ গ্রাম আইস, ১০ হাজার পিস ইয়াবা বড়ি এবং স্বল্প পরিমাণ গাঁজা পাওয়া যায়। গ্রেপ্তার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা টাকার বিনিময়ে বিভিন্ন সময় মিয়ানমার নাগরিক, মাদকদ্রব্য এবং বাংলাদেশি পণ্যসামগ্রী চোরাচালান ও মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, গ্রেপ্তার আসামিদের পাশাপাশি জব্দ করা মাদকদ্রব্য, চারটি মুঠোফোন এবং নৌকাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুন