আনোয়ারা উপজেলার বৈরাগ ও কালাবিবি দীঘিতে দুটি বেকারিতে খাবারের মান, অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি খাদ্য উৎপাদন এবং বিএসটিআই কর্তৃক অনুমোদন না থাকার কারণে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ লঙ্ঘনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়।
গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলার কালাবিবির দীঘি নিউ ঢাকা বেকারি ও বৈরাগে আর. রহমান নামক দুটি বেকারিকে জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় আনোয়ারা থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিএসটিআই-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্টের কার্যক্রম প্রতিনিয়ত চলমান থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।