মিরসরাই উপজেলার সদর ইউনিয়নের হতদরিদ্র রিকশাচালক মিয়নকে নতুন একটি ব্যাটারিচালিত রিকশা উপহার দেওয়া হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) উপজেলার মানবিক কিছু সংগঠকের উদ্যোগে বিভিন্নজন থেকে অর্থ সংগ্রহ করে অটোরিকশাটি উপহার দেওয়া হয়।
অটোরিকশা ক্রয়ের জন্য উদ্যোগ নেন তরুণ সমাজকর্মী মো. আবদুল্লাহ। এসময় তাকে সর্বাত্মক সহযোগিতা করেন মেহেদী হাসান ইমন, আরিফুল হাসান, জাবেদ হাসান রাকিব, জাহেদসহ অনেকেই।
তরুণ সমাজকর্মী মেহেদী হাসান ইমন বলেন, রিকশাচালক মিয়ন বয়সের ভারে খুবই ক্লান্ত। বৃদ্ধ মিয়ন প্যাডেল চালিত রিকশা চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করেন। বিষয়টি নিয়ে বিভিন্ন সমাজসেবীর সাথে যোগাযোগ করলে বড়তাকিয়া মোটরস একটি চেসিস বিনামূল্যে দেয়। পরবর্তীতে আমরা ব্যাটারি কিনে তাতে সংযোজন করি। ব্যাটারিচালিত রিকশা পেয়ে মিয়ন অনেক খুশি। ধন্যবাদ সবাইকে মানবিক কাজে সহযোগিতা করার জন্য।













