২৫ অক্টোবর ২০২৫

আনোয়ারায় যাত্রী সেজে সিএনজি করে গরু চুরি, জনতার গণধোলাই

আনোয়ারা থেকে উপজেলার বৈরাগ ইউনিয়নে যাত্রী সেজে সিএনজি নিয়ে গরু বাছুর চুরি করে পালিয়ে যাওয়ার পথে পশ্চিমচাল এলাকা পার হওয়ার সময় জনতার হাতে আটক হয় দুইজন মহিলাসহ পাঁচ জন চোর।

মঙ্গলবার( ২৮জানুয়ারি ) দুপুরে উপজেলার বৈরাগ ইউনিয়নের কুলালপাড়া এলাকার জমি থেকে সিএনজি করে একটি গরু বাছুর চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখতে পেলে তাদেরকে ধাওয়া করে পরে চোরগুলোকে বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকায় আটক করে গণধোলাই দিয়ে আনোয়ারা থানা পুলিশের হাতে সোপর্দ করেন স্থানীয় জনতা।

আটককৃতরা হলেন,পটিয়া উপজেলার চোকিদার বাড়ির ০৪নং ওয়ার্ডের মোঃ জসিম উদ্দীনের ছেলে মোঃ বাবুল(২৫),
বোয়ালখালী উপজেলার পশ্চিম সাপপুরা ০৩নং ওয়ার্ডের শেখ আহম্মদের বাড়ির মৃত দেলা সওদাগরের ছেলে মোঃ নেজাম(২৬),বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকার মৃত ইউসুফের ছেলে মোঃ রাশেদ(২৫), কুমিল্লা চৌদ্দগ্রাম থানার মিয়ার বাজার এলাকার ইউসুফের স্ত্রী মোছাম্মাত ইয়াছমিন(৫৫) ও একই এলাকার মোঃ ইলিয়াছের স্ত্রী ফাতেমা আক্তার(২২)।

প্রত্যক্ষদর্শী মোঃ রহিম জানান, বৈরাগ ইউনিয়নের কুলালপাড়া এলাকায় বিলের মধ্যে একটি গরুর বাচুর চড়তে দেয় এক কৃষক।গরু চোরেরা বাচুরটি সিএনজি অটোরিক্সাতে তুলে নিয়ে যাওয়ার সময় লোকজন দেখে ফেলে।পরে তাদেরকে ধাওয়া করে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন,এসব চক্র সিএনজি অটোরিক্সা নিয়ে এলাকায় ঘুরে ঘুরে গরু-ছাগল চুরি করে।দুপুরে লোকজনের চলাচল কম থাকার সুযোগে বিল থেকে একটি গরুর বাচুর নিয়ে যাওয়ার সময় লোকজন তাদেরকে আটক করে পুলিশকে খবর দেয়।আটক চোরদের মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হবে।

আরও পড়ুন