চট্টগ্রাম চট্টগ্রাম নগরের আদালত প্রাঙ্গণে পুলিশের ওপর হামলা, ভাঙচুর এবং আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় নতুন করে ১১ আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের নির্দেশে তাদের বিরুদ্ধে আরও একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
সোমবার (৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিকের আদালত এ আদেশ দেন।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন—প্রেমনন্দন দাশ (১৯), রনব দাশ (২৪), বিধান দাশ (২৯), বিকাশ দাশ (২৪), রুমিত দাশ, রাজ কাপুর (৫৫), সামির দাশ (২৫), শিব কুমার দাশ (২৩), ওম দাশ (২৬), অজয় দাশ (৩০) ও দেবী চরণ (৩৬)।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, “এই ১১ আসামি আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আগে থেকেই গ্রেপ্তার ছিলেন। আদালত প্রাঙ্গণে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় তাদের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।”
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর আদালত চত্বরে আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা প্রদান, আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ভাঙচুরসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে মামলা করা হয়। মামলায় ৫২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে।
আদালতের আদেশের পর ১১ আসামিকে কড়া নিরাপত্তার মধ্যে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।