২৪ অক্টোবর ২০২৫

সাড়ে সাত ঘন্টায়ও সড়ক থেকে সড়েনি শ্রমিকরা

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী সড়ক অবরোধ করে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন আনোয়ারা ড্রেস মেকারসের শ্রমিকরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে বিক্ষোভ শুরু হয়ে এই প্রতিবেদন প্রকাশ করার আগ পর্যন্ত বিক্ষোভ চলমান রয়েছে। এরমধ্যে সড়কে দু-একজন পথচারীর সাথে হাতাহাতির বিক্ষিপ্ত ঘটনাও দেখা গিয়েছে।

এদিকে সড়ক অবরোধ করা ওই এলাকার প্রধান সড়কের উভয় পাশে প্রায় ৪কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এসময় নগরীর ২নং গেইট , আকতারুজ্জামান ফ্লাইওভার ,শেরশাহ্ , টেক্সটাইল ছাড়িয়ে অক্সিজেন মোড় পর্যন্ত যানজট দেখা যায়। তবে অ্যাম্বুলেন্স যাতায়তে সুযোগ করে দিতেও দেখা গেছে।

সরেজমিনে দেখা যায় , বেলা ১১টা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইন্ড্রাস্টিয়াল পুলিশ, বায়েজিদ থানা পুলিশ ও সিএমপির উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যার্থ হয়। এরপর তাদের সাথে যোগ দেয় বাংলাদেশ সেনাবাহিনী। এতে মালিক পক্ষের বেশ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তাকে দেখা গেলেও তাদের আশ্বাসে আস্থা পায়নি বিক্ষুব্ধ শ্রমিকরা। যার কারণে তারা তাদের আন্দোলন চলমান রাখে। এসময় উল্টো পথে বেশকিছু গাড়ি ঢুকে পড়ায় নাকাল হয়ে পড়ে সড়ক ।

বেশ কয়েকজন কারখানার শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়,গত দুই মাস ধরে বেতন ও ওভারটাইম না পাওয়ায় তারা সড়ক অবরোধ করেছে।

কারাখানার একজন অপারেটর আসাদ বলেন‘গত দুই মাস ধরে আমরা বেতন ও ওভারটাইম পাচ্ছি না। আমরা কোম্পানির মালিকদের সঙ্গে বৈঠক করেছি, তারা বলেছিল ২৯ জানুয়ারি বকেয়া পরিশোধ করা হবে। কিন্তু কারখানা এখনো আমাদের বেতন পরিশোধ করেনি। মালিকপক্ষ বকেয়া পরিশোধ না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

জাহিদুল ইসলাম নামে এক পথচারী জানান, ‘বাচ্চা অসুস্থ মেডিকেলে যাওয়ার জন্য অক্সিজেন থেকে ২নং গেইট মোড়ে আসার জন্য গাড়িতে উঠেছিলাম পথিমধ্যে শেরশাহ্ মোড়ে এসে গাড়ি থেকে নেমে যেতে হয়েছে। বাকী পথ হেঁটেই এসেছি।’

জানতে চাইলে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরফিুর রহমান বলেন, ‘শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে পুলিশ বিষয়টি সমাধানের চেষ্টা করছে।’

 

আরও পড়ুন