২৫ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে স্কুল নির্মাণের মালামাল চুরির সময় এক চোর আটক

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি স্কুলের নির্মাণ সামগ্রী চুরির সময় মো. সুমন নামে এক চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার হাইতকান্দি দমদমা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক সুমন মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী মালপাড়া এলাকার মাল বাড়ির আকবর আলির ছেলে।

স্থানীয়রা জানান, তার বিরুদ্ধে গরু, ছাগল, শফিউল আলম আদর্শ উচ্চ বিদ্যালয় নির্মাণ কাজের নির্মাণ সামগ্রী চুরি, পানির পাম্প চুরি ও টাকা, মোবাইল ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে।

স্থানীয় নাজিম উদ্দিন চিশতি জানান, সকালে ফজরের নামাজের পর পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ পহরী আমাকে ফোন করেন। তিনি জানান তার স্কুল নির্মাণের মালামাল চুরি করে অটোরিকশা যোগে নিয়ে যাচ্ছে রাম মন্ডল সড়ক হয়ে। এমন খবরে আমি সড়ক পাহারায় দাড়াই। এসময় একটি অটোরিকশাকে আটকালে সে রিকশা ও চুরি করা মালামাল রেখে পালানোর সময় আটক করি। পরে থানা পুলিশকে খবর দিলে তারা এসে নিয়ে যায়।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে দিয়েছে। স্কুল নির্মাণের সামগ্রি চুরির ঘটনায় থানায় এখনো কেউ মামলা করেনি। বিষয়টি তদন্ত করে আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হবে।

আরও পড়ুন