২৩ অক্টোবর ২০২৫

মামলায় গ্রেফতার আতঙ্কে কর্মবিরতি

আবারও কর্মবিরতিতে নেমেছে পণ্যবাহী প্রাইম মুভার চালকরা। আর এতে পতেঙ্গা থেকে আগ্রাবাদমুখী সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।  চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কে সংঘর্ষের ঘটনায় মামলার জেরে কর্মবিরতির কথা জানিয়েছেন চালক-শ্রমিকরা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে তারা কর্মবিরতি শুরু করেন।

সরেজমিনে দেখা যায়,প্রাইম মুভার চালকরা ইমাম শরীফ ফিলিং স্টেশন সংলগ্ন চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ও ট্রেইলার শ্রমিক ইউনিয়নের অফিসের সামনে জড়ো হয়েছেন। এবং প্রাইম মুভার গাড়িগুলো সড়কের একপাশে পার্ক করে রাখা। গাড়িতে ছিলেন না চালকরা। ডিসি পার্কে ঘটা সংঘর্ষের ঘটনায় গতকাল (বুধবার) সীতাকুণ্ড থানায় মামলা হয়েছে। যার ফলে গাড়ি চালক-সহযোগীরা গ্রেপ্তার আতঙ্কে আছেন বলেও জানান তারা। এই অবস্থায় তারা গাড়ি চালাতে রাজি না। তবে এই কর্মবিরতি শুধুমাত্র প্রাইম মুভার চালকদের—এমনটাই জানিয়েছেন তারা।

জানা যায় গতকাল ডিসি অফিসে (জেলা প্রশাসন) মিটিং হয়েছে। সেখানে তাদের আশ্বস্ত করা হয়েছিল। গতকাল রাতে অজ্ঞাত আসামিদের নামে মামলা দেওয়া হয়েছে। যেকোনো সময় এই মামলায়পুলিশ গ্রেপ্তার করতে পারে। সেই ভয়ে এই মামলা প্রত্যাহার ছাড়া গাড়ি চালাবেন না বলে জানান তারা।

একজন শ্রমিক বলেন, ‘এখন বাজে সকাল সাড়ে ১১টা। আমরা এখানে কর্মবিরতি পালন করছি আমাদের কোনো নেতা এখনো আসেনি। আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে আমাদের ফাঁসানো হচ্ছে।’

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ফৌজদারহাটে ডিসি পার্কে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ও ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি করেছেন।

এদিকে, লরি চালকরা রাস্তার পাশে গাড়ি পার্ক করে চলে যাওয়ায় পতেঙ্গা থেকে আগ্রাবাদগামী সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে কর্মজীবী ও সাধারণ মানুষ বিপাকে পড়েছে। যাত্রীবাহী বাস থেকে যাত্রীদের নেমে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। তবে আগ্রাবাদ হয়ে পতেঙ্গাগামী সড়কটিতে যানজট লক্ষ্য করা যায়নি।

জানতে চাইলে চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (বন্দর) কবীর আহম্মদ বলেন, যানযট আমরা ও দেখছি উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে ওনারা দেখছেন।

এর আগে, সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় ডিসি পার্কে সংঘর্ষের ঘটনার জেরে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন লরি-ট্রাক চালক-শ্রমিকরা। পরে এ ঘটনায় নগরের কাস্টমস এলাকায় ট্রাক, প্রাইম মুভার ও লরি চালকরা সড়কে মিছিল করতে থাকেন সল্টগোলা ক্রসিং এলাকায় রাস্তার উভয় পাশের গাড়ি চলাচল বন্ধ করে দেন।

পরে বুধবার ভোর সারে ৪টার দিকে সেনাবাহিনী-পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, চট্টগ্রামের সমন্বয়ক ও প্রাইমমুভার ট্রেইলার চালক-শ্রমিক সংগঠনের নেতাদের যৌথ বৈঠক শেষে অবরোধ তুলে নিলেও চার দফা দাবিতে চালক-শ্রমিকরা কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন। এর ২৩ ঘণ্টার মাথায় জেলা প্রশাসকের সঙ্গে সন্ধ্যা থেকে দীর্ঘ দুই ঘণ্টা বৈঠকের পর তারা কর্মবিরতির সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়। কিন্তু সীতাকুণ্ডে সংঘর্ষের জেরে মামলা হওয়ায় শুধুমাত্র লরি চালকরা ফের এই কর্মবিরতি শুরু করে।

আরও পড়ুন