২৪ অক্টোবর ২০২৫

অ্যাথলেটিকসের চূড়ান্ত পর্বে চট্টগ্রাম বিভাগ রানারআপ

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় ০৮টি বিভাগের সমন্বয়ে শুক্রবার ০৭ ফেব্রুয়ারি (চুড়ান্ত পর্ব) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

ছেলেদের উচ্চ লাফে রেকর্ডসহ মোট ৫টি স্বর্ণ, ৩টি রৌপ্য এবং ৪টি ব্রোঞ্জ মিলে সর্বমোট ৪২ পয়েন্ট নিয়ে মাত্র ৩পয়েন্টর ব্যবধানে খুলনার কাছ থেকে হেরে রানারআপ ট্রফি অর্জন করে চট্টগ্রাম বিভাগ।

দিনব্যাপি এই প্রতিযোগিতা
মোহাইমেনুন আক্তার উচ্চ লাফে ১.৮০ মিটার লাফিয়ে (জাতীয় রেকর্ড সহ) স্বর্ণ পদক জয় করে।
শাহরিয়ার আহমেদ ৪০০মিটারে দৌড়ে ৫১.৫৫ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ, বাকি বিল্লাহ নূর লং জাম্পে ১৬.৫৮ মিটার লাফিয়ে স্বর্ণ,
৪×১০০ মিটার রিলেকে মারুফ, আরিফ,বাকি বিল্লাহ, আনোয়ার স্বর্ণ পদক,মো. আনোয়ার হোসেন অপু, ১০০মিটারে ১১.৫০ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক জয় করে,শান্তনা বেগম উচ্চ লাফ মহিলা ১.২৫ মিটার লাফিয়ে তাম্র পদক, তামান্না আক্তার প্রীতি উচ্চ লাফ মহিলা ১.৩৩ মিটার
ও লং জাম্প মহিলা ৪.৬৮ মিটার লাফিয়ে রৌপ্য পদক জয় করে।

মোশারফ হোসেন চাকতি নিক্ষেপ ২৭.৭৭মিটার নিক্ষেপ করে তাম্র, জান্নাতুল ফেরদৌস ঝিনুক, ২০০ মিটারে তাম্র পদক জয় করে।

চট্টগ্রাম বিভাগের ম্যানেজার কাম কোচের দায়িত্ব পালন করেন সাবেক জাতীয় এ্যাথলেট সাংবাদিক এম সরওয়ারুল আলম সোহেল।

সকাল বালাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের মাননীয় সভাপতি মেজর জেনারেল (অবঃ) ড. মোঃ নাঈম আশফাক চৌধুরী প্রধান অতিধি হিসেবে প্রতিযোগিতাটি উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সম্মানিত সচিব জনাব মোঃ আমিনুল ইসলাম।

প্রতিটি বিভাগ হতে ২৮জন অ্যাথলেট, ০১জন কোচ, ০১ জন ম্যানেজার মোট ৩০জন বিশিষ্ঠ বিভাগীয় দল অংশগ্রহণ করেছে। ০৮ বিভাগের মোট ২৪০ জন অংশগ্রহণ করছেন।

আরও পড়ুন