২৩ অক্টোবর ২০২৫

আ. লীগ-যুবলীগের হামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের ২০ কর্মী আহত

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর ও লুটপাট প্রতিহত করতে গিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২০ নেতাকর্মী আহত হয়েছেন।

গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে।

উক্ত বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা সমন্বয়ক আব্দুল্লাহ আল মাহিম গনমাধ্যমে জানান, আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে লুটপাট হচ্ছে এমন খবর জানলে, লুটপাট ঠেকাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সেই ঘটনাস্থলে যায়। পরবর্তীতে মাইকে ঘোষণা দিয়ে ছাত্রলীগ, যুবলীগ এবং এলাকাবাসী তাদের ওপর হামলা চালান। হামলায় প্রায় ২০ জন গুরুতর আহত হন।

তিনি জবাবে আরোও জানান, ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের মাঝে ১৩ জনের অবস্থা গুরুতর । উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে রাত ৩টার দিকে আহতদের হাসপাতালে দেখতে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।

আরও পড়ুন