রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পর্যটকবাহী একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছে ধাক্কা দিয়েছে। এ সময় জিপটিতে থাকা তিনজন আহত হয়েছেন। আজ রোববার সকালে দীঘিনালা-বাঘাইহাট-সাজেক সড়কের হাজাছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জিপটি সাজেক ইউনিয়নের রুইলুই পর্যটনকেন্দ্রে যাচ্ছিল।
আহত ব্যক্তিদের মধ্যে দুজন পর্যটক। অন্যজন জিপের চালক। আহত পর্যটকেরা হলেন—মো. আব্রাহাম শাহরিয়ার (২২) ও মো. মুছা ( ২৫)। তাৎক্ষণিকভাবে চালকের নাম জানা সম্ভব হয়নি। আহত ব্যক্তিদের উদ্ধার করে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য পরিচয় চাকমা দুর্ঘটনায় তিনজন আহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে খাগড়াছড়ি শহর থেকে ছয়জন পর্যটক একটি ছাদখোলা জিপে সাজেকের উদ্দেশে রওনা দেন। সকাল ১০টার দিকে বাঘাইহাটের আগে হাজাছড়া এলাকায় পৌঁছালে জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে থাকা একটি গাছে ধাক্কা দেয়। এ সময় জিপে থাকা তিনজন গুরুতর আহত হয়েছেন।
জানতে চাইলে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, সড়ক দুর্ঘটনায় পর্যটকসহ তিনজন আহতের বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।