রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করা শিক্ষকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। দুপুর ১টা ২০ মিনিটের দিকে এই শিক্ষকদের একটি বড় অংশ শাহবাগে সড়ক অবরোধ করে অবস্থান নেন, যা কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে পুলিশ আন্দোলনকারীদের সরাতে লাঠিচার্জ শুরু করে এবং সাউন্ড গ্রেনেডের শব্দও শোনা যায়। আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে, পৌনে ২টার দিকে সীমিত পরিসরে যানচলাচল পুনরায় শুরু হয়।
এর আগে, দুপুর দেড়টার দিকে শাহবাগ মোড়ের বামপাশের সড়কে প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা এবং ডানপাশের সড়কে এনটিআরসিএ এর নিবন্ধিত নিয়োগ প্রত্যাশীরা অবস্থান নিয়েছিলেন।
এ সময় এনটিআরসিএ নিবন্ধিত শিক্ষক পরিষদের আহ্বায়ক জিএম ইয়াছিন অভিযোগ করেন, এনটিআরসিএ এখন পর্যন্ত ১৭টি নিয়োগ পরীক্ষার সুপারিশ করলেও, মাত্র ৫টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিয়েছে। এতে প্রায় ১২-১৩ হাজার যোগ্য শিক্ষক বৈষম্যের শিকার হয়েছেন। তিনি জানান, বহু নিবন্ধিত শিক্ষক একাধিকবার পরীক্ষায় পাস করলেও চাকরির সুপারিশ পাননি, তবে কিছু লোক আবেদন ছাড়াই নিয়োগ পেয়েছেন